আপডেট: December 5, 2019
কঠিন হলেও অসম্ভব কিছু নয়। খুব সহজ একটি উপায়ে এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়। তাও ঘরোয়া উপায়ে। পেঁয়াজ প্রতিটি রান্না ঘরেই থাকে। আর এই পেঁয়াজ ব্যবহারেই মিলবে সমাধান। চলুন তবে জেনে নেয়া যাক এর ব্যবহার পদ্ধতি-
প্রথমে পা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখুন ১০ মিনিটের মতো। এরপর পা খুব ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিন। পরিষ্কার করা হয়ে গেলে পা খুব ভালো করে মুছে নিন। তারপর একটি পেঁয়াজ থেকে এর রস বের করে নিন। এবার পায়ের ফাটা স্থানে পেঁয়াজের রস ঠিকভাবে লাগিয়ে নিন। রাতে ঘুমানোর আগে এই পদ্ধতিটি অনুসরণ করলে মাত্র এক রাতেই ভালো ফলাফল পাওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাছির উদ্দিন পাটোয়ারি
যোগাযোগঃ ১৩৭১ ,পূর্ব শেওরাপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
ই-মেইল : bartabazarbd@gmail.com, info@bartabazar.com
বার্তাকক্ষঃ +৮৮ ০১৮৫৪-১১২২৪৪, +৮৮ ০১৭৭১-৬৬৬০০০