মঙ্গলবার, মহানগর হাকিম শহীদুল্লাহ কায়সারের আদালতে শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।
আদালত সূত্র জানায়, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম গত ১৯ সেপ্টেম্বর আদালতে নালিশি মামলা করেন। শুনানি শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নিয়মিত মামলা করার ব্যবস্থা নিতে রাঙ্গুনিয়া থানা-পুলিশকে নির্দেশ দেন। এরপর মামলাটি নেওয়ার অনুমতির আবেদন করা হলে সম্প্রতি আবেদনটি মঞ্জুর হয়।
গত ১৬ই সেপ্টম্বর ডিবিসি নিউজের রাজকাহনে প্রধানমন্ত্রী নিয়ে কটুক্তি করেন দুদু। এ সময় তিনি বলেন, ”শেখ মুজিব যেভাবে বিদায় হয়েছেন, শেখ হাসিনাও সেভাবে বিদায় হবেন”। গত ১৯শে সেপ্টম্বর রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম বাদী হয়ে দুদুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করেন। আদালত আবেদন গ্রহণ করে রাঙ্গুনিয়া থানার ওসিকে রাষ্ট্রদ্রোহ মামলা রুজুর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নেয়ার পর নিয়মিত মামলা রুজুর নির্দেশ দেয়।