আপডেট: November 21, 2019
মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি: ‘‘চাই স্থানীয় সরকার খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা’’ এই শ্লোগানকে সামনে রেখে নবগ্রাম ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ২০ নভেম্বর ২০১৯ তারিখে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সদস্য মো: চুন্নু শিকদার এর সভাপতিত্ব এবং টিআইবি’র এরিয়া ম্যানেজার মো: রোকনুজ্জামান এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুল হক আকন্দ। আলোচনা সভায় পরিষদের সদস্য গোপাল কৃষ্ণ হালদার, শান্তি রঞ্জন হালদার, দ্বিজ দাস ব্যানার্জী, হান্নান তালুকদার, হাদিসুর রহমান লস্কর, আয়নাল হক, শাফিয়া বেগম, শিল্পী হালদার, শাহনাজ পারভীন পরিষদের সচিব তপন মন্ডল ও টিআইবি’র এসিস্ট্যান্ট ম্যানেজার কমলেন্দু গুহ উপস্থিত থেকে পরিষদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।সভায় চেয়ারম্যান মহোদয় নবগ্রামন ইউনিয়ন পরিষদকে শতভাগ বল্যবিবাহ মুক্ত ঘোষনা করেন এবং এ বিষয়ে সকল সদস্য, গ্রাম পুলিশ সহ সকলের সহযোগিতা কামনা করেন।
আলোচনায় পরিষদের সদস্যরা সকল ওয়ার্ডকে সেনিটেশনের আওতায় আনার অঙ্গিকার করেন। সভায় বিভিন্ন সামাজিক সুরক্ষায় অর্ন্তভূক্তির ক্ষেত্রে নীতিমালার যথাযত ব্যবহারের আহ্বান জানান হয়। চেয়ারম্যান সেবার মান্নোয়ন, কম সময়, সরকার নির্ধারিত ফিতে ও ভোগান্তি ছাড়া সেবা প্রদান এবং স্বপ্রণোদিতভাবে সেবা প্রদানে জন্য পরিষদের সদস্যদের অনুরোধ করেন। আলোচনায় সচিবকে নিয়মিত পরিষদের ওয়েব পেইজ হালনাগাদ করার বিষয়টি তুলে ধরেন। সভায় নারী সদস্যদের আরো সক্রিয় হয়ে পরিষদের বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণের আহ্বান জানান হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাছির উদ্দিন পাটোয়ারি
যোগাযোগঃ ১৩৭১ ,পূর্ব শেওরাপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
ই-মেইল : bartabazarbd@gmail.com, info@bartabazar.com
বার্তাকক্ষঃ +৮৮ ০১৮৫৪-১১২২৪৪, +৮৮ ০১৭৭১-৬৬৬০০০