আপডেট: November 21, 2019
হিলি প্রতিনিধি: হিলিতে রবি ও খরিপ-১ মৌসুমে গম,ভুট্রা,সরিষা,শীতকালিন মুগডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে এসব সার,বীজ বিতরণ করা হয়।
পরে উপজেলা নিবার্হী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিয়ে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা নাজনীন,কৃষি সম্প্রসারণ অফিসার আরজেনা বেগমসহ প্রমূখ। সভায় কৃষকদের এসব শস্য চাষের পদ্ধতি সম্পর্কে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে উপজেলার ১৪০ জন কৃষকের মাঝে ১ কেজি সরিষা বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাছির উদ্দিন পাটোয়ারি
যোগাযোগঃ ১৩৭১ ,পূর্ব শেওরাপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
ই-মেইল : bartabazarbd@gmail.com, info@bartabazar.com
বার্তাকক্ষঃ +৮৮ ০১৮৫৪-১১২২৪৪, +৮৮ ০১৭৭১-৬৬৬০০০